বাউফলে ফেরির গ্যাংওয়ে ভেঙে চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

বাউফলে ফেরির গ্যাংওয়ে ভেঙে চলাচল বন্ধ ভোগান্তিতে যাত্রীরা

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা-চরগরবদী ফেরি পাথর ভর্তি ট্রাক পাড়াপারের সময় গ্যাংওয়ে ভেঙে যায়। ফলে বন্ধ হয়ে যায় উপজেলার সঙ্গে সকল ধরনের যান চলাচল। আটকে আছে ফেরির দুই পাশে দুই শতাধিক যানবাহন। গতকাল বেলা সাড়ে ১১ টা থেকে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরী প্রয়োজনে  নৌকায় করে এপার থেকে ওপারে যাতায়াত করছেন। সেই সুযোগে অতিরিক্ত টাকা নিচ্ছেন নৌকার মাঝি ও অটো চালকেরা।
আবুল হোসেন নামে এক ব্যক্তি বলেন,‘ফেরির পন্টুন ও গ্যাংওয়ের অবস্থা ভালো না। এরপরেও ঝুঁকি  নিয়ে যে সংখ্যক ভারী যানবাহন চলাচল করে তাতে এ রকম দুর্ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা না।
ওই ফেরির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপসহকারী প্রকৌশলী আবদুর রব বলেন, ‘বাউফল উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফেরি। ফেরিটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু ফেরিটির পন্টুন ও গ্যাংওয়ের অবস্থা খুবই নাজুক। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির ভালো মানের পন্টুন ও গ্যাংওয়ে বরাদ্দ করা হবে। না হলে আসন্ন রোজার ঈদে ফেরি চলাচলে মারাতœক ব্যাঘাত ঘটবে।’